ভাস্কর্য নিয়ে মিথ্যা ফতুয়া দিয়ে দেশের মানুষকে বি'ভ্রান্ত করার চেষ্টা চলছেঃ শিক্ষামন্ত্রী
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার প্রতি সবচাইতে বেশি নজর দিয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, পুরো কারিকুলাম নতুন আঙ্গিকে করা হচ্ছে। আম'রা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কারিগরি শিক্ষাকে উন্নত করতে হবে।
রবিবার মাদারীপুরের শি'বচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে উপজে'লা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অ'তিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারিগরি শিক্ষার প্রতি সবচেয়ে বেশি নজর দিয়েছে সরকার। সারা দেশব্যাপী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করা হচ্ছে। রাজনৈতিক সামাজিক বিভিন্ন মহল যেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর রাখে। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানই হল সোনার বাংলায় সোনার মানুষ গড়ার কারখানা।
শিক্ষামন্ত্রী বলেন, একটা দল আছে যারা বাজেট প্রস্তাবনা করলে বলে- উচ্চাভিলাষী বাজেট। টেলিভিশনে বসে বসে ট'কশো করবে আর বলবে উচ্চাভিলাষী বাজেট। কিন্তু প্রধানমন্ত্রীর এ যাবত কোনো বাজেটই অ'পূর্ণ থাকেনি। কারণ প্রধানমন্ত্রী যে বাজেট করেন, যে চিন্তা করেন- তা দেশের মঙ্গলের জন্য।
এসময় তিনি আরও বলেন, দেশে কিছু মানুষ ধ'র্ম নিয়ে রাজনীতি করছে। ধ'র্মকে পুঁজি করে তারা ক্ষমতায় আসতে চায়। ভাস্কর্য নিয়ে মিথ্যা ফতুয়া দিয়ে দেশের মানুষকে বি'ভ্রান্ত করার চেষ্টা করছে।