স্কুল জীবনে ফিরে গেলেন সাজু খাদেম ও নাজনীন চুমকি!
ছবিগুলো দেখে চমকে ওঠার মতো। যেন সত্যি সত্যি স্কুল জীবনে ফিরে গেছেন সাজু খাদেম, নাজনীন হাসান চুমকি, আহসান হাবিব নাসিমদের মতো অভিনেতারা।
পরনে তাদের স্কুলের সাদা-নীল পোশাক। অভিব্যক্তিতে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সোশ্যাল হ্যান্ডেলে এমনই কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি।
ছবিগুলোর রহস্য উন্মোচন করলেন অভিনেতা সাজু খাদেম। তিনি জানান, এটি মূলত একটি নাটকের ছবি। যার শুটিং বৃহস্পতিবার সকাল থেকে চলছে কক্সবাজার সমুদ্র সৈকতে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও নির্দেশনায় নাটকটির নাম ‘আজ আমাদের ছুটি’।
কক্সবাজার থেকে অভিনেতা বলেন, ‘বহুকাল পর সবাই যখন স্কুল ড্রেস পরে শুটিংয়ে নামলাম, তখন মনে হলো নিজেদের শৈশবটাকে সত্যিই ফিরে পেয়েছি। সবাই যেন স্কুল জীবনে ফিরে গেছি। শুটিং করছি অনেক মজা করে। আমার মনে হচ্ছে, নাটকটি বিশেষ কিছু হবে।’
ঈদের জন্য নির্মাণ চলতি এই নাটকে আরও অভিনয় করছেন মাজনুন মিজান, তানভীর মাসুদ, হিমি হাফিজ প্রমুখ।