সাকিব যেতে পারলে আমরা কেন নয়: দেবাশীষ বিশ্বাস
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের বিষয়টি এখন দেশের অন্যতম আলোচনার বিষয়। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৮টায় জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধন করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
তিনি ছাড়াও বিনোদন জগতের একঝাঁক তারকা দুবাইয়ে সে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদেরই একজন নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।
দুবাই থেকে তিনি গণমাধ্যমকে জানান, ‘আরাভ খান অপরাধী কি না, এ বিষয়ে আমার ধারণা নেই। আমি শিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমাকে টাকা দেবে, আমি প্রোগ্রাম করে চলে আসব। কে কয়টা খুন করেছে, সেটা জেনে আমি কী করব? এসব জানবে পুলিশ ও প্রশাসনের লোকজন। তবে দেশে ফেরার পর পুলিশ যদি জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, আমি তাদের সহায়তা করব।’
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমন্ত্রণ পাওয়ার পর ভাবলাম, সাকিব আল হাসান যাচ্ছে, আরও কিছু তারকা যাচ্ছে। তাহলে তো যাওয়াই যায়। আমি না হয় জাতীয় পর্যায়ের শিল্পী। সাকিব আল হাসান তো আন্তর্জাতিক মানের তারকা খেলোয়াড়। সে যখন যেতে পারে, তখন আমরা কেন নয়!’
প্রসঙ্গত, আরাভ জুয়েলার্সের জমকালো উদ্বোধনের খবর প্রকাশ্যে আসতেই জানা যায়, আরাভ নামের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। ২০১৮ সালে এই হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যান তিনি। পরবর্তীতে ভুয়া নাম-পরিচয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দুবাইয়ে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার বড় স্বর্ণ ব্যবসায়ী। আরাভকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ।