সঠিকভাবে রোজা পালন করতে চাই, যেন আমার পাপ দূর হয়: রাখি

আসন্ন রমজান মাসে সবগুলো রোজা রাখবেন বলে জানিয়েছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। এছাড়া ওমরাহ করতে চান বলেও জানিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এ অভিনেত্রী বলেছেন, রমজান মাসের ব্যাপারে সতর্ক থাকব আমি। এ সময় জিমে যাব না। সারাদিন না খেয়ে থাকতে হবে।

এছাড়া ওমরাহ করার জন্য সৌদি আরবও যেতে চান রাখি। এ জন্য এফডেভিট করাতে দিয়েছেন। তিনি বলেন, সঠিকভাবে রোজা পালন করতে চাই, যেন আমার পাপ দূর হয়। রমজানে ওমরাহ করতে যেতে পারলে ভাগ্য খুলে যাবে আমার। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু অমি জানি না, এফিডেভিট করাতে পারব কিনা।

স্বামী আদিলের সঙ্গে তৈরি হয়েছে রাখির টানাপড়েন। এতে ব্যক্তিগত জীবনে ভেঙে পড়েন রাখি। কিন্তু এসব পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। এ বিষয়ে রাখি সাওয়ান্ত বলেন, আমি আর কাঁদতে চাই না, পূর্বের মতো আনন্দে বাঁচতে চাই। জীবন সুন্দর! আমি আবারও ঘুরে দাঁড়াতে চাই। যে চলে গেছে তার জন্য কেঁদে লাভ নেই। হাসি-খুশি রাখি সাওয়ান্তকে আপনারা খুঁজে পাবেন।

Back to top button