প্রধানমন্ত্রী বলেন, লিটন এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি: পাপন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ক্রীড়াবান্ধব হিসেবে পরিচিত। ক্রিকেটের খোঁজও তিনি নিয়ে থাকেন নিয়মিত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীনও তার ব্যতিক্রম হয়নি। শেষ ম্যাচের সময় বারবার প্রধানমন্ত্রী কল দিয়েছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মিরপুর শেরে বাংলায় ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন সাফল্য কিছুদিন আগেও ছিল ভাবনার বাইরের ব্যাপার। কিন্তু চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে জেতার পর বাংলাদেশের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। এরপর বাকি দুই ম্যাচও জিতেছে সাকিব আল হাসানের দল।

আজ মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারায় বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর বিসিবি সভাপতি বলেন, ‘(প্রধানমন্ত্রীর খোঁজ নেওয়া প্রসঙ্গে) একবার না, একাধিকবার। এমনকি যখন নাকি লিটন দাস চার-ছক্কা মারছিলো; তখন উনি বলেছেন, এই এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি। আমি বলেছি, আউট হলেও কোন অসুবিধা নেই। আর কয়েকটা বল বাকি আছে এই খেলায় মারতেই হবে।’

তিনি আরও বলেন, ‘তো এই রকম আমি বলছি খেলার মাঝখানেও ফোন দিয়েছেন। উনি প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন। খেলা শেষ হওয়ার পরেও ফোন করেছিলেন, আমি বারান্দায় ছিলাম আওয়াজ শুনিনি। ঢুকেই দেখি ওনার মিসড কল; পরে আবার আমি ফোন করেছি তো উনি সকলকে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই খুশি। ওটাই বলছিলেন যে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ উনি চিন্তাও করতে পারেননি, আমরাও পারিনি।’

Back to top button