রাতে গাড়িচাপায় অটোরিকশার তিন মাদরাসাছাত্র নিহত
কিছুতেই জেনো থামছে না সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল। একের পর এক দূর্ঘটনা হতেই চলেছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় নিহত হয়েছেন তিন অটোরিকশা যাত্রী।
বুধবার (১৭ আগস্ট) রাত ৯টায় চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে লিমন, দূর্গাপুরের হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পড়েছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদরাসা ছাত্ররা নিহত হয়। ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।