অপু বিশ্বাসের নামের প্রথম অক্ষর বুকে নিয়ে ঘোরেন শাকিব, দাবি ভক্তদের
ঢালিউড ছবির শীর্ষনায়ক শাকিব খান দীর্ঘ ৯ মাস পর দেশে ফিরেছেন। আজ বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। এসময় ঢাকাই এ জনপ্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতে ভী’ড় করেন ভ’ক্তরা। পরে দুপুর ১টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গে’ট দিয়ে বের হন শাকিব।
এসময় মুখে ছিল দেশে ফেরার প্রশা’ন্তির হাসি, তিনি নিরাস করেননি অপে’ক্ষমাণ ভক্তদেরও- তাদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে কথা বলেন গণমাধ্যমের সাথে। এসময় স্লিম ফিগারে টিশার্ট পরা শাকিব সবার নজর কা’ড়েন। তবে কৌতূহ’ল তৈরি হয় তার টিশার্টে বড় করে লেখা ইংরেজি অক্ষর নিয়ে।
অনেকে ধারণা করেন শাকিব হয়তো তার একমাত্র সন্তান আব্রাম খান জয়ের নামের প্রথম অক্ষর বুকে ধারণ করেছেন। আবার কেউ কেউ আরও জো’র দিয়ে অপু বিশ্বাসের নামের প্রথম অক্ষর-এর সঙ্গে মেলাচ্ছেন শাকিবের টিশার্টে বড় করে লেখা অক্ষরটিকে। এখন এর প্রকৃত রহস্য একমাত্র শাকিব খানই বলতে পারবেন, যদিও বিষয়টি নিয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বিমানবন্দরে নেমেই শাকিব উপস্থিত ভ’ক্তদের নিয়ে গণমাধ্যমকে বলেন সবাই যে আমাকে এত মিস করেছে, তা দেখে সত্যিই আমি বাকরুদ্ধ। কী বলব! আমিও ভীষণ মিস করেছি। একটু পরপর এয়ারহোস্টেজকে জিজ্ঞেস করছিলাম, ঢাকায় নামতে আর কতক্ষণ লাগবে? আমার মধ্যেও কিন্তু একই উ’ত্তেজনা কাজ করেছে।
শাকিব আরও বলেন, ভক্তদের জন্য বেশ কয়েকটি সুখবর নিয়ে এসেছেন। তবে সেগুলো সময় এক এক করে দেবেন। শাকিবের ভাষ্য স্পেশাল কিছু ভালো খবর সবার জন্য অপে’ক্ষা করছে সামনে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই রাজকুমার নামের নতুন সিনেমার ঘোষণা দেন।