‘বেহেশতে আছি’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী

অবশেষে ‘বেহেশতে আছি’ এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, এটি তো কথার কথা। আগামীতে সাবধান হতে হবে। আমি খোলামেলা মানুষ, শিক্ষক মানুষ। যেটা মনে করি, সেটা বলে ফেলি। আমার দলও বলেছে, দায়িত্বে থেকে আরও দায়িত্বশীল কথা বলার।

আজ রবিবার ১৪ আগস্ট দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রধানের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড আগে হতো, কিন্তু এখন হয় না। বাংলাদেশে পশ্চিমা দেশের মতো সিভিল সোসাইটি নেই। গণমাধ্যম দেশে স্বাধীন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও সহায়তা করবে জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলে কিছু নেই। তারা বলে, ১০ বছরে ৭৬ জন নিখোঁজ হয়েছে। কিন্তু গুমের বিষয়ে কোনো পরিবারকে জিজ্ঞেস করলে তথ্য দিতে চায় না। কারণ তারা ভয় পায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Back to top button