আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি কর্পূরের মতো উড়ে যাবে: কাদের

আওয়ামী লীগ রাজপথ ছাড়েনি, দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন মাঠে নামবে, বিএনপি কর্পূরের মতো উড়ে যাবে।’ বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘পালানোর ইতিহাস আপনাদের, আমাদের নেই। প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাবো। আওয়ামী লীগ পালাবার দল নয়।’ আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির মহাসচিব ময়ূর সিংহাসন দেখছেন, দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা সোনার হরিণ। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু সোনার হরিণ ময়ূর সিংহাসনের দেখা আজও দেখলাম না। তাদের এই স্বপ্ন রঙিন খোয়াবের মতো, কর্পূরের মতো উড়ে যাবে। আওয়ামী লীগ যখন মাঠে নামবে, খালি মাঠে গোল হবে না, ফাঁকা মাঠে গোল হবে না।’

আওয়ামী লীগ রাজপথ থেকে ক্ষমতায় এসেছে, উল্লেখ করে তিনি বলেন, ‘তারা (বিএনপি ও সমমনা দলগুলো) যেভাবে হুমকি-ধামকি দিচ্ছে, রাজপথ মনে হয় আমরা ভুলে গেছি। আমরাও আছি। অচিরেই রাজপথে দেখতে পাবেন। শোকের মাসে হয়ত আমরা কিছু কিছু প্রোগ্রাম করছি না।’ তিনি বলেন, ‘আগামী ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিক্ষোভ সমাবেশ করতে চাই। এই কর্মসূচি জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নে পালন করা হবে।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সবাই প্রস্তুত আছেন? আছেন মাঠে? খেলা হবে, মোকাবিলা হবে।’ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যদি এই আন্দোলনের সঙ্গে সহিংসতার উপাদান যুক্ত করে, আগুনসন্ত্রাস নিয়ে মাঠে নামলে আমরা নীরব হয়ে ববে থাকব? ঘরে বসে থাকব? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আঙুল চুষবে? প্রতিরোধ করতে হবে। প্রতিবাদ করতে হবে। রাজপথে মোকাবিলা হবে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রতিদিনই সরকারের পতন দেখতে পাচ্ছেন। প্রতিদিনই বলে, সরকার পালিয়ে যাবে। কোথায় পালাব? আমাদের দেশ বাংলাদেশ। পালানোর ইতিহাস আমাদের নেই। প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাবো। আওয়ামী লীগ পলাবার দল নয়। পালাবার দল আপনারা (বিএনপি)। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায়? তিনি টেমস নদীর তীরে, কিভাবে দেখেন? জরুরি সরকারের কাছে মুচলেকা দিয়ে এখান থেকে পালিয়ে গেছেন।’

Back to top button