সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৪ টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীন নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পুর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন , খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌ বন্দরসমূহকে ১ নম্বর (পুন.) ১ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Back to top button