পুলিশ পরিচয়ে ছিনতাই চেষ্টা, সেই যুবলীগ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই করার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়া সেই যুবলীগ নেতা রাহাত খান রুবেলকে (৩২) সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক মো.ফরহাদ হোসেন বিদ্যুৎ স্বাক্ষরিত তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের প্যাডে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাহাত খান রুবেলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদকের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হলো। এ ছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাহাত খান রুবেল দলীয় কোনো কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারবে না।
উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার পরে জেলার তাড়াশ উপজেলার তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বেরখারি এলাকায় একটি মোটরসাইকেল দাড় করিয়ে তিন আরোহীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে রুবেল। এ সময় ৯৯৯-এ ফোন পেয়ে তাকে আটক করে তাড়াশ থানা পুলিশ। পরের দিন তাকে আদালতে প্রেরণ করা হয়।