বরিশালে এসে পিটুনি খেলেন তামিলনাড়ুর প্রেমকান্ত
প্রেমের টানে বরিশালে এসে প্রেমিকার স্থানীয় প্রেমিকের কাছে পিটুনি খেয়েছেন ভারতের তামিলনাড়ুর প্রেমকান্ত।
ফেসবুকে প্রেম করে সেই প্রেমিকাকে দেখতে বরিশালে চলে আসেন প্রেমকান্ত।
পেশায় তিনি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার এবং নৃত্যশিল্পী। বাংলাদেশে আসার পর বরিশালে একবার দেখাও হয়েছিল বরগুনার তালতলী উপজেলার ওই কলেজপড়ুয়া প্রেমিকার সঙ্গে। কিন্তু এরপর সেই প্রেমিকা আর দেখা দিচ্ছেন না, যোগাযোগও করছেন না। সপ্তাহখানেক ধরে তিনি বরিশালে ঘুরছেন।
তিনি অভিযোগ করেছেন, মেয়েটির অন্য প্রেমিকের হাতে তিনি পিটুনি খেয়েছেন। তার টাকা-পয়সাও ছিনিয়ে নেওয়া হয়েছে।
পরে পুলিশ ও সাংবাদিকদের কাছে গেলে সবাই তাকে দেশে ফেরার পরামর্শ দেন। তবে তিনি দেশে ফিরে গেছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রেমকান্ত পুলিশ ও গণ্যমাধ্যমকর্মীদের জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাচ দেখে প্রেমে মজেন বাংলাদেশের মেয়েটি। আর প্রেমকান্তের ভিডিওতে প্রতিনিয়ত লাইক-কমেন্টও করতে থাকেন তিনি। ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও ভাবের আদান-প্রদান শুরু হয়। সম্পর্ক আরো গভীর হলে টানা তিন বছর ধরে চলে প্রেম। এমনকি উভয় পরিবারের মাঝেও গড়ে ওঠে সুসম্পর্ক।