জেলের জালে ধরা পড়ল ৬০ কেজির সামুদ্রিক শোল

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে হাসানুল নামের এক জেলের জালে ধরা পড়েছে ১০ ফুট লম্বা ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শোল মাছ।আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

তিনদিন আগে মাছটি জেলেদের জালে ধরা পরে।এফবি বিলকিস ট্রলারের জেলে হাছানুল মাঝি জানান, বাশখালি থেকে আমরা বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে জাল ফেললে তিন দিন আগে এ মাছটি আমার জালে ধরা পড়ে। পরে আজ মাছটি আলীপুরে নিয়ে এসে বিক্রি করি। এত বড় মাছ সবসময় পাওয়া যায় না। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে।

মাছটি ক্রয় করেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান। তিনি জানান, আমি মাছটি ২০ হাজার টাকায় কিনেছি। এটি সামুদ্রিক শোল মাছ। সমুদ্রে বড় আকৃতির যে মাছগুলো পাওয়া যায় তারমধ্যে এটি একটি। এই মাছ অনেক সুস্বাদু তাই এটাকে ঢাকায় পাঠিয়ে দেবো। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটি নিয়ে গবেষণা করা প্রয়োজন।

Back to top button