বাকি জীবনটা একসঙ্গেই থাকতে চান মৌসুমী-ওমর সানী
ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউডের অন্যতম জুটি মৌসুমী-ওমর সানী। তাদের সংসার জীবনের ২৭ বছর পূর্ণ হলো আজ। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমের পূর্ণতা দেন এ জুটি।
১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ সিনেমা। এটি দিয়েই একসঙ্গে পথচলা শুরু হয় তাদের। এক সময় তারা পর্দার প্রেমের গল্প থেকে বাস্তবে প্রেমে জড়িয়ে পড়েন। তার পর প্রেম থেকে ভালোবাসা। পরবর্তীতে পূর্ণতা পায় বিয়েতে।
তাদের ২৭ বছরের সংসার জীবন নিয়ে ওমর সানী বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে প্রবল আত্মবিশ্বাস রয়েছে। আমাদের ভেতর বোঝাপড়াও অনেক ভালো, একে অন্যকে ছাড় দেই। আমরা দুজনই আমাদের ছেলেমেয়েদের কথা অনেক চিন্তা করি। বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই।’
প্রসঙ্গত, এক্সেল ফিল্মসের ব্যানারে জাহিদ হোসেনের পরিচালনায় দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করছেন ‘সোনার চর’ সিনেমায়। ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধাসহ অনেকেই।