খ্যাতিমান গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ আর নেই
খ্যাতিমান গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আজ মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার সন্তান প্রতীক চৌধুরী।
প্রতীক চৌধুরী জানান, আগামীকাল সকাল ৯টায় মোহাম্মদপুরের তাকওয়া মসজিদে নামাজে জানাযা শেষে আযিমপুরে দাফন করা হবে।
কাওসার আহমেদ চৌধুরীর লেখা উল্লেখযোগ্য গান হলো- আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১ ও ২ এবং এলআরবি’র রুপালী গিটার ফেলে।