পাঁচ ভাইয়ের পর আহত ভাইও মারা গেলেন
কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় আহত আরও এক ভাইয়ের মৃত্যু হয়েছে। তার নাম রক্তিম শীল। এ নিয়ে মোট ৬ ভাই মারা গেলেন। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ৮ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।
এর আগে কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
নিহতরা হলেন- নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৭), চম্পক শীল (৩০), প্লাবন শীল (২২) ও স্মরণ শীল (৪২)। নিহতরা ডুলাহাজারা ইউনিয়নের সগীরশাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে। বিকাল সাড়ে ৪টার দিকে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, চকরিয়ায় গত রবিবার রাতেও সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা-কচ্ছপিয়ার মইক্কারঘোনা ঢালায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকনিকের বাস, লবণ বোঝাই ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।