টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক পৃথিবীতে জন্মায়নি: নিপুণকে জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব এখনও শেষ হয়নি। এর মধ্যেই জায়েদ খান ও জয় চৌধুরীর বিরুদ্ধে নতুন এক অভিযোগ আনেন নিপুণ। ইউটিউব ও ফেসবুকে জায়েদ টাকা দিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন নিপুণ।

অন্যদিকে জায়েদকে এসব কাজে জয় চৌধুরী সহায়তা করছেন বলে দাবি করেন নিপুণ। তাই তাদেরকে এসব নোংরামি বন্ধ করতে বলেন তিনি। নিপুণ বলেন, হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।

জয়ের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি মাত্র সিনেমাতে এসেছো। তোমার উচিত এসব নোংরামি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া। তিনি আরও বলেন, যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। আমি বলব- আপনি আমার বিরুদ্ধে এ ধরনের নোংরামি থেকে বিরত থাকেন। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

নিপুণের এই অভিযোগ নিয়ে জয় বলেন, গত ১৫ দিন ধরে আমি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছি। কাউকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কাজের সময় আমার নেই। উনি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেটি ভিত্তিহীন। আর এসব কাজ যে কন্টাক্ট করে করা যায়, সে সম্পর্কে আমার ধারণা ছিলো না।

তিনি আরও বলেন, গত ৪ তারিখ থেকে এক পশলা বৃষ্টি, প্রেম প্রীতির বন্ধন নামে দুটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এসব ফালতু বিষয় নিয়ে ভাবার সময় নেই। আর টাকার বিনিময়ে এসব নোংরা কাজ করার প্রশ্নই উঠে না। ভালোবাসার জন্য জীবন দিয়ে দিবো তবুও এসব নোংরা কাজ করবো না। টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক পৃথিবীতে এখনো জন্মায়নি।

Back to top button