‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হোক, সংসদে দাবি তুলেছিলেন সালমান এফ রহমান
জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি করে ঢাকা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছিলেন, ‘সংবিধান সংশোধন করে আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করেছি। ঠিক তেমনি সংবিধান সংশোধন করে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিতে হবে।’
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাষণের প্রসঙ্গ টেনে সালমান এফ রহমান বলেছিলেন, ‘আমি মহামান্য রাষ্ট্রপতিকে বিশেষ করে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই এই জন্য যে, তিনি জয় বাংলা বলে উনার ভাষণটি শেষ করেছেন।’
তিনি বলেন, ‘নির্বাচনে আমাকে কিছু বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা সমর্থন করেছিল। নির্বাচনি সভায় তারা যখন তাদের বক্তব্য শেষ করলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বললো জয় বাংলা বলো, জয় বাংলা বলো। দেখলাম বিএনপি, জাতীয় পার্টির যারা আমাকে সমর্থন করেছিল তারা দ্বিধা করলো, লজ্জা পেলো। কিন্তু চাপে পড়ে জয় বাংলা বললো।’
এদিকে,রবিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। আইনজীবী বশির আহমেদের করা এক রিট মামলার নিষ্পত্তি করে ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত দেয় হাইকোর্ট। আইনজীবী বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন।