মেয়ের সঙ্গে প্রথম জন্মদিন
কিছুদিন আগেই কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তাই এবারের জন্মদিনটি তার জন্য বিশেষ ছিল। গতকাল নিজের জন্মদিন তাই বিশেষভাবেই পালন করলেন এই অভিনেত্রী। মেয়ে ইলহামকে কোলে নিয়ে জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন তিশা।
তিশার জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে বেশকিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে জন্মদিনে দুটি কেক আনা হয়েছে। একটি ফারুকীর পক্ষ থেকে আরেকটি মেয়ে ইলহামের পক্ষ থেকে। মেয়ের ছবি শেয়ার না করলেও ছোট্ট হাতে কেক কাটার একটি ছবিও পোস্ট করেছেন ফারুকী।
ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘আমার জীবনে যা কিছু পেয়েছি, তার মাঝে সেরা তুমি। ইলহামকে নিয়ে তোমার জন্মদিন পালন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে! হ্যাপি বার্থডে! ভালোবাসি তোমাকে!’
উল্লেখ্য, ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথমস্হান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়া জগতে পা রাখেন তিশা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক উপহার দেওয়ার পাশাপাশি বেশকিছু সিনেমাতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। ‘হালদা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।