সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, আজ পটুয়াখালীর কলাপাড়ায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল সোমবার এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। উপকূলবর্তী সমুদ্র উত্তাল না হলেও বাতাসের তীব্রতা বেড়েছে।বৃষ্টির কারণে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতে নামতে পারেননি। বেশিরভাগ পর্যটকরা হোটেলে সময় কাটিয়েছেন।

Back to top button