সাবধান করে দিচ্ছি এসব কইরেন না: নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে অভিনেত্রী নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণার বৈধতা প্রশ্নে হাইকোর্টের জারি করা রুলের শুনানি হবে আগামী ২২ ফেব্রুয়ারি।

এদিকে, বিভিন্ন পোস্ট করে আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা ফাইন্ড আউট করেছি। এগুলো জায়েদ খান করাচ্ছেন জয় চৌধুরীকে দিয়ে। টাকার বিনিময়ে কয়টা ইউটিউব চ্যানেল ও ফেসবুক গ্রুপ থেকে এগুলো করা হচ্ছে।’

তিনি বলেন, ‘হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের ভক্ত দেখা যাচ্ছে। এক সপ্তাহে উনার এত ভক্ত বেড়ে যাওয়ার তো কোনো কারণ নেই। যেহেতু আমাকে অপমান করা হচ্ছে তাই আমি খোঁজ নিয়েছি। এটা জায়েদ খান করাচ্ছেন জয়কে দিয়ে।

ফেসবুক গ্রুপ, ইউটিউব গ্রুপ, টাকা-পয়সা দিয়ে গালি গালাজ করাচ্ছে। বিভ্রান্তি ছড়াচ্ছে। এগুলো কইরেন না। আদালতের রায় আছে সামনে। রায়ের আগ পর্যন্ত অপেক্ষা করুন।’

তিনি (জায়েদ খান) বলেন যে আমি আইন মানছি না। তিনি কি আইন মানছেন? কাল একটা গ্রুপ থেকে ছড়ানো হলো নিপুণ আক্তার ওরফে নাসরিন গ্রেফতার হয়ে কারাগারে আছে। আপনি কি মনে করেন আমি কিছু বুঝি না। এগুলো কেন করছেন। সাবধান করে দিচ্ছি কইরেন না। মাননীয় আদালত কি রায় দেন তার দিকে তাকিয়ে আছি। আপনিও শ্রদ্ধাশীল থাকুন।’

Back to top button