আমি রাগলে রাস্তায় প্রভাব পড়ে, ডাকলে এখনও দুই-চার লাখ লোক আসে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, এর আগেও অনেকবার বাবার মৃত্যুবার্ষিকী পালন করেছি। এত দিন আমার কষ্ট লাগেনি। এখন কষ্ট লাগে। কয়েকদিন আগে আমার বাবা, মা ও বড় ভাইসহ বীর মুক্তিযোদ্ধাদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়েছে। আমি রাগলে রাস্তায় প্রভাব পড়ে। এখনও ডাকলে দুই চার লাখ লোক আসে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাবা এ কে এম সামসুজ্জোহার ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরের সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, রাজনীতি মানে হচ্ছে এবাদত। রাজনীতি মানে মানুষকে খুশি করার মাধ্যমে আল্লাহকে খুশি করা। আমার বড় ভাই এটা পেরেছিলেন। আমার বাবাও এটা পেরেছিলেন। তবে আমি হয়ত এটা পারিনি।

তিনি আরও বলেন, ইচ্ছে করলে নারায়ণগঞ্জের অর্ধেক কিনে নিতে পারতেন। তবে আমার মাকে গিফট করা হীরা মহল বন্ধক রাখার সময় কোনো ধনী লোক এগিয়ে আসেনি। আদমজী মিলের শ্রমিকরা এক টাকা করে চাঁদা দিয়ে ছাড়িয়ে দিয়েছিল। বাবা বলেছিল বাড়িটা এখন আর আমার না, তোমরা শ্রমিকের বাড়িতে বড় হচ্ছো। তাই তাদের জন্য কথা বলি।

Back to top button