সেই সোহেলের প্রথম স্ত্রী ও বড় ছেলে যা জানালেন
আমরা সত্যটা তুলে ধরতে চেয়েছি। সত্যটা সবাই জেনেছেন। এ নিয়ে আবার সংসার ভাঙার কথা বলা হচ্ছে। আমি বলতে চাই, কারো সংসার ভাঙার জন্য নয়, শুধু সত্যটা তুলে ধরতে পেরেছি। ময়মনসিংহের ত্রিশালে শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে ভালোবাসার জন্য ভাইরাল হওয়া সেই সোহেলের প্রথম স্ত্রীর ছেলে সিহাব উদ্দিন দাবি করেছেন, বিবেকের তাড়নায় সত্য প্রকাশ করেছেন, তারা কারও সংসার ভাঙতে চান না।
সম্প্রতি স্ত্রী রওশনের প্রতি ভালোবাসার জন্য ফেসবুকসহ নানা মাধ্যমে ভাইরাল হন সোহেল। এরপরই তার প্রথম স্ত্রী ও সন্তানের কথা জানাজানি হয়। এ অবস্থায় তাদের সংসার না ভাঙার অনুরোধ জানান দ্বিতীয় স্ত্রী রওশন।
শনিবার রাতে বিডি২৪লাইভ’র সঙ্গে কথা বলেন সোহেলের প্রথম স্ত্রী শুরাতন বেগমের বড় ছেলে সিহাব উদ্দিন।
তিনি বলেন, ‘আমরা সত্যটা তুলে ধরতে চেয়েছি। সত্যটা সবাই জেনেছেন। এ নিয়ে আবার সংসার ভাঙার কথা বলা হচ্ছে। আমি বলতে চাই, কারও সংসার ভাঙার জন্য নয়, শুধু সত্যটা তুলে ধরেছি। তারা এখন (সোহেলের ২য় স্ত্রী) অনেক কথা বলছেন। তারা তাদের মত করে সুখে থাকুক।আমরা এখানে যেভাবে এতোদিন দিন কাটিয়েছি।সেভাবে পরবর্তী দিনগুলো পার করে দিতে চাই। আমাদের আর কোন চাওয়া পাওয়া নেই।’
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রওশন ও সোহেলকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচার হয়। চলাফেরায় অক্ষম স্ত্রীকে ১৫ বছর ধরে কোলে-পিঠে তুলে বহন করে আসছেন সোহেল। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে এই দম্পতির জন্য নানা সহায়তার ব্যবস্থাও করছে স্থানীয় প্রশাসন।
এরই মধ্যে বিডি২৪লাইভ ডটকম এর কাছে খবর আসে, সোহেলের আসলে নাম মোখলেশুর রহমান ওরফে বকুল। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে। সেখানে তার আগের একটি সংসার আছে। সেখানে তিন ছেলে ও একটি মেয়ে সহ স্ত্রী রয়েছেন।
এমন ঘটনার খবরটি স্বামীর প্রথম স্ত্রীর কথা জানতে পেরে তাদের প্রতি সংসার না ভাঙার অুনরোধ জানান ময়মনসিংহের ত্রিশালের রওশন।
সোহেল মিয়ার প্রথম স্ত্রী শুরাতন বেগমের উদ্দেশে তিনি বলেন, ‘আমার সংসারটা ভাঙবেন না। আমি আপনার মতো সুস্থ না। আমি একজন প্রতিবন্ধী মেয়ে। যদি আপনারা আসতে চান আসুন। আমি হাসিমুখে বরণ করে নেব।’
ভাইরাল হওয়া রাসেলের প্রথম স্ত্রী ও সন্তানদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার ও শনিবার দিনভর ছিল সংবাদকর্মীদের ভিড়। কথা বলতে গিয়ে আবেগ তাড়িত শুরাতন বেগম এখন অসুস্থ হয়ে পড়েছেন বলে তার বড় ছেলে সিহাব জানিয়েছেন।
মায়ের অসুস্থতার খবর জানিয়ে সিহাব উদ্দিন বলেন, ‘পুরনো কথা উঠলে মা অসুস্থ হয়ে পড়েন। রাতে একটু ভালো আছেন।’ জানা গেছে, কলহের জেরে ২০০৫ সালে স্ত্রী-সন্তানদের ছেড়ে ময়মনসিংহের ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম টানপাড়া গ্রামে এসে প্রতিবন্ধী রওশনকে বিয়ে করেন সোহেল। সেখানে ১৫ বছর ধরে সংসার করছেন তিনি।
সংসার না ভাঙার আরজি সোহেলের দ্বিতীয় স্ত্রীরএক ভালোবাসায় মুগ্ধতা, অন্যদিকে বঞ্চনার বেদনা রওশন দম্পতির জন্য সব করবে সরকার ভালোবাসা।