সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মা আর নেই
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মা রেনুজা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে রেনুজা বেগমের নাতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড কমিশনার আসিফ আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার প্রথম নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব সিএমএইচে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা আজ বাদ জুম্মা নূরজাহান রোডের বাইতুল ফজল মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে সলিমুল্লাহ রোড জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়েছে।