প্রেমের টানে বাংলাদেশে আসা তরুণীকে ভারতে ফেরত পাঠাল পুলিশ
প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে পালিয়ে বাংলাদেশে আসে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হারিয়ানা গ্রামের খুসনামা (১৭) নামে এক তরুণী। ভারতীয় মুড়িমাখা সীমান্ত দিয়ে মহানন্দা নদী পার হয়ে তেতুঁলিয়া উপজেলার কৃষ্ণকান্তজোত গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে আসে ওই তরুণী।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিষয়টি জানাজানি হলে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (১৮ বিজিবি) সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (২৭৬) বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণিকে ভারতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়ার পুরাতন বাজারের তেলীপাড়া নামক স্থানে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের পিলার নাম্বার ৪৪২ এর ৭.এস ও ৪৪৩ মেইন পিলার বরাবর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের হাতে তুলে দেয়া হয়। ওই সময় তরুণীর বাবা-মা উপস্থিত ছিলেন।
এর আগে খুসনামাকে আটক করে থানায় নিলে আব্দুল লতিফ (২১) নামে এক তরুণ তার সঙ্গে কথা বলতে চায়। লতিফ পুলিশকে জানায়, খুসনামার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। কয়েক বছর আগে সে বাড়ি থেকে পালিয়ে ভারতের কেরালায় হোটেলে কাজ করেছিল। পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে খুসনামার সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রেমে জড়ান তারা। গত সপ্তাহে লতিফ বাড়িতে চলে আসে। সে খবরে ভারত থেকে পালিয়ে তেঁতুলিয়ায় আসে ওই তরুণী।
লতিফ পুলিশের কাছে বারবার আকুতি মিনতি করে খুসনামাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এমনকি তাকে থানার সামনে হাউমাউ করে কাঁদতে দেখা যায়। তবে খুসনামা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওই তরুণের হাতে তুলে না দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে তাকে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া বলেন, খুসনামা নামে ওই ভারতীয় তরুণী অপ্রাপ্তবয়স্ক ও অবৈধভাবে বাংলাদেশে না আসায় ওই যুবকের হাতে তাকে তুলে দেয়া যায়নি।