আমি অপরাধ না করেও শাস্তি পেয়েছি: প্রদীপ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার টেকনাফ থানার ওসি প্রদীপ ধরা পড়ার পর থানার পরিস্থিতি বদলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ বলেছেন, আপনাদের জন্য, দেশের জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এরপরও কোনো অপরাধ না করে শাস্তি পেয়েছি

এ সময় উপস্থিত অনেকেই তাকে ‘চোর চোর’ বলে সম্বোধন করেন।

এর আগে আজ (বৃহস্পতিবার) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য প্রদীপ কুমার দাশকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

তবে এদিন প্রদীপের আইনজীবী তার সাক্ষ্যগ্রহণ স্থগিতের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখেন। তবে এদিন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদের আদালতে মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাক্ষ্য প্রদান করেছেন।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিন ড্রাইভ চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।

Back to top button