আল্লাহ মান্না ভাইয়ের সমস্ত গুনাহ মাফ করে দিন: আসিফ

নব্বই দশকে বাংলা সিনেমাকে যে কয়েকজন চিত্রনায়ক সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন, তাদের মধ্যে মান্না অন্যতম। চিত্রনায়ক মান্নার অকাল প্রয়াণে স্তব্ধ করে দিয়েছিল পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই চিত্রনায়ক।

মৃত্যুবার্ষিকীকে এই নায়ককে স্মরণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। যেখানে এফ আই মানিক পরিচালিত ‘বাপ বেটার লড়াই’ সিনেমার ‘কখনো কি চেয়েছিলে’ গানটি শেয়ার করেছেন তিনি। সামিনা চৌধুরী ও আসিফের গাওয়া এই গানটিতে পর্দায় অভিনয় করেছিলেন মান্না ও পূর্ণিমা।

আসিফ লেখেন, বাংলা সিনেমার সুপারষ্টার মান্না ভাই। আমার সৌভাগ্য জীবনের প্রথম সিনেমায় গাওয়া গানটি মান্না ভাইয়ের লিপে গিয়েছে। ভাইয়ের সঙ্গে অনেক আবেগ ইতিহাস মিশে আছে। একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো নিবেদিত প্রাণ এই জননায়কের সান্নিধ্য পাওয়ার গল্প। মান্না ভাই পর্দার হিরোর চেয়েও মানবতার গল্পের জাঁদরেল সেনাপতি ছিলেন। তিনি আজ নেই, প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই। একজন মান্না, একটা সীমাহীন গল্পের আসল নায়ক। আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিন, এই দোয়া করি মান্না ভাই।

দেশীয় চলচ্চিত্র বর্তমান সংকট নিয়ে যোগ করে তিনি লিখেন, অভিভাবক না থাকলে যা হয়, সেটা আমরা বর্তমান এফডিসি কেন্দ্রিক ফিল্মি কুচকাওয়াজে দেখেই যাচ্ছি। আপনি শুধু নায়ক নন মান্না ভাই, আপনি পরিশ্রমী নবাগতদের আদর্শ। মানুষের ভালবাসাই আপনাকে বাঁচিয়ে রাখবে বাংলা সিনেমার ইতিহাসে। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি…ভালোবাসা অবিরাম…।

Back to top button