স্ত্রীকে চাঁদে এক একর জমি কিনে উপহার দিলেন স্বামী

স্ত্রীকে ভালোবেসে স্বামীরা অনেক কিছুই উপহার দেন। এবার স্ত্রীকে ভালোবেসে ভিন্ন ধরণের উপহার দিলেন এক স্বামী। ভালবাসার মানুষ স্ত্রীকে উপহার দিলেন চাঁদের জমি। ভালোবাসা দিবসে স্ত্রী সায়ন্তিকার নামে চাঁদের ‘ক্র্যাটার ম্যানিলাস’ নামক স্থানে মোট এক একর জায়গা কিনেছেন স্বামী শান্তনু চক্রবর্তী।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদেনীপুরে। পূর্ব মেদেনীপুরের পাঁশকুড়ার প্রতাপপুর ১ পঞ্চায়েতের দক্ষিণ চাচিয়াড়া গ্রামের বাসিন্দা সান্তনু ২০১৪ সালে সায়ন্তিকা চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শান্তনু পূর্ব চিল্কা লালচাঁদ হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। আর সায়ন্তিকা তাম্রলিপ্ত বিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা।

বিয়ের এত বছর পার হয়ে গেলেও এই দম্পতি এতোদিন ‘ভ্যালেন্টাইনস ডে’ পালন করেননি। তাই এবার ভালোবাসা দিবসে স্ত্রীকে চমকে দেন শান্তনু। স্ত্রীর নামে চাঁদের ‘ক্র্যাটার ম্যানিলাস’ নামক স্থানে মোট এক একর জায়গা কিনেছেন তিনি। রোববার চাঁদের জমির দলিল হাতে পেয়েছেন শান্তনু।

তিনি জানান, চাঁদে জমি বিক্রিকারী আমেরিকান সংস্থা ‘লুনার এমবাসি’র ওয়েবসাইটে যোগাযোগ করেন শান্তনু। এতে সাড়া দেয় সংস্থাটি। সায়ন্তিকার নামে চাঁদের ‘ক্র্যাটার ম্যানিলাস’ নামক স্থানে মোট এক একর জায়গা কিনেছেন তিনি। দলিলে অক্ষাংশ, দ্রাঘিমাংশ-সহ তার বিশদ বিবরণ রয়েছে। খরচ পড়েছে ৪ হাজার টাকার মতো।

শান্তনু বলেন, স্ত্রীকে চমকে দিতে চেয়েছিলাম। ও খুব খুশি হয়েছে। একদিন চাঁদে বসবাসের জায়গা তৈরি হবে। তখন চাঁদে জমি কেনার হুড়োহুড়ি পড়ে যাবে। তাই আগেভাগে কিনে রাখলাম। অনেক খোঁজ নিয়ে দেখেছি যে সংস্থার মাধ্যমে জায়গা কিনেছি সেটি বৈধ। অন্যদিকে সায়ন্তিকা বলেন, এ তো সত্যি হাতে চাঁদ পাওয়া! আমার তো বিশ্বাসই হচ্ছে না।

এদিকে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, চাঁদের জমি বিক্রি পুরোটাই ভাঁওতাবাজি। একটি বিশেষ সংস্থা এভাবে বিক্রি করে। কিন্তু এর কোনও বাস্তবতা নেই। কিছু মানুষ সস্তা জনপ্রিয়তার জন্য এই জমি কিনে প্রচার করে। মহাকাশে কোনও ব্যক্তি বা দেশের মালিকানা নেই।

Back to top button