মালদ্বীপের জলে নেমে নাস্তা করলেন অভিনেত্রী মিম

বর্তমান সময়ের শীর্ষ চিত্রনায়িকাদের একজন বিদ্যা সিনহা মিম। নিয়মিত অভিনয় করছেন সিনেমায়। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসছেন এই বিউটি কুইন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মালদ্বীপে উদ্দেশে উড়াল দিয়েছেন মিম ও তার স্বামী সনি পোদ্দার।

মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে একান্তে সময় কাটাচ্ছেন তারা। সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করছেন নায়িকা। ছবিগুলো মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল।

ছবিতে দেখা যাচ্ছে- সুইমিং পুলের নীল পানিতে নেমে নাস্তা করছেন মিম। সঙ্গে আছেন স্বামী সনি পোদ্দার। নানান ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন নায়িকা। তার পরনে ছিলো রংধনুর আবেশ ছড়ানো সুইমস্যুট।

ব্যক্তিগত জীবনে ছয় বছর লুকিয়ে প্রেম করার পর গত বছরের ১০ নভেম্বর বাগদান করেন মিম ও সনি। সে সময়ই প্রথম তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। দু’মাস যেতে না যেতেই নতুন বছরের শুরুতে বিয়ের পর্ব সারেন তারা। তবে করোনা পরিস্থিতির কারণে খুব বেশি বড় আয়োজন করে অনুষ্ঠান করতে পারেননি। এমনকি আটকে ছিল তাদের মধুচন্দ্রিমা। অবশেষে তারা গিয়েছেন।

Back to top button