বাংলাদেশি চায়ের কেজি ১৬ কোটি টাকা, স্বাদ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের সবচেয়ে দামি চা উৎপাদিত হয় বাংলাদেশের সিলেটে, নাম ‘দ্য গোল্ডেন বেঙ্গল’। অসাধারণ স্বাদের এই চা চলতি বছরের মে মাসে বাজারে আসছে। প্রতি কেজি চায়ের দাম পড়বে ১৪ লাখ পাউন্ড, দেশীয় মুদ্রায় ১৬ কোটি টাকা।

এই চায়ের নামে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বেছে নিয়েছেন উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী অলিউর রহমান। সম্প্রতি গোল্ডেন বেঙ্গল নিয়ে ভারতের এবিপি আনন্দের একটি প্রতিবেদন ব্যাপক আলোড়ন তৈরি করে। এবার এই চায়ের স্বাদ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার এই চায়ের আগাম উদ্বোধন করেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া গতকাল শনিবার লন্ডন টি এক্সচেঞ্জের ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়। তাতে মোমেনকে এই দামি চা পরিবেশন করতে পারা এবং ২০২২ সালের মে মাসে বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।

ব্ল্যাক টি হলেও বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত এই চা স্বচ্ছ পেয়ালায় পরিবেশন করা হলে সোনালি বর্ণ ধারণ করে। এই চা প্রস্তুত করতে প্রায় সাড়ে ৪ বছর সময় লেগেছে, যা ৯০০ কেজি চা থেকে মাত্র এক কেজি চা পাতা বাছাই করা হয়। প্রতি পাতায় ২৪ ক্যারেট সোনার প্রলেপ রয়েছে।

Back to top button