বাবা হারালেন অভিনেত্রী তানজিন তিশা
বাবা হারালেন অভিনেত্রী তানজিন তিশা। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে জনপ্রিয় এই অভিনেত্রীর বাবা আব্দুল কাশেম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।
জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন সহ-অভিনেতা তৌসিফ মাহবুব।
তিনি বলেন, এর আগে তার শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সন্ধ্যা পর্যন্ত শরীর ভালো থাকলেও হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে এবং হাসপাতালেই মৃত্যুবরণ করেন তিনি।
আব্দুল কাশেমের মরদেহ শরীয়তপুরে নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই হবে দাফন।