চেয়ারম্যানের গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

লাঞ্চু হাসান চৌধুরী নামে এক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘর থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। তিনি জাকের পার্টি থেকে মনোনয়ন পেয়ে ভোটে জয়ী হন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে তার বাড়ির গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সৈয়দপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়া তসির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪০), সোনাখুলী বড়বাড়ি এলাকার খমির উদ্দিনের ছেলে আজানুর ইসলাম (৩৫) এবং গরু চুরির মামলার বাদী একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া পশ্চিম বেলপুকুরের মতিয়ার রহমানের স্ত্রী মোর্শেদা বেগমের দেবর ফেরদৌস (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোর্শেদার বেগমের গোয়ালঘর থেকে শাহিওয়াল জাতের একটি বকনা গরু হারিয়ে যায়। গরুটির আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ ঘটনায় মোর্শেদা বেগম সৈয়দপুর থানায় মামলা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী দাবি করেন, তিনি গরুটি ৪০ হাজার টাকায় কিনেছেন। তবে কেনার সময় রশিদ না নেওয়ায় তার ভুল হয়েছে।

Back to top button