অনেক ধরনের শিল্পী আছে, তারাই যথেষ্ট : রোজিনা
একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে কার্যকরী সদস্য হিসেবে জয়ী হয়েও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
রোজিনা আরটিভি নিউজকে জানান, ‘একটা সমিতিতে থাকতে হলে সময় দিতে হয়। আমার মনে হয়, আমি সেই সময়টা দিতে পারব না। সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। এ ছাড়া বেশির ভাগ সময় আমি বিদেশে থাকি। দেশে থাকলেও নিজের কাজে ব্যস্ত থাকি। এ জন্য পদত্যাগ করেছি।’
তিনি আরও বলেন, ‘এখন অনেক ধরনের শিল্পী আছে। চলচ্চিত্রের জন্য আপাতত তারাই যথেষ্ট (যদিও এটা বলা কষ্টের)।’
দর্শকদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, ‘আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি একটি অনুদানের সিনেমা বানিয়েছি। সেটার কাজ প্রায় শেষের দিকে। অবশ্যই সবাইকে জানিয়ে সিনেমাটি মুক্তি দেব। আশা করি, আপনারা সবাই মিলে হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনে আমি আরও সিনেমা বানাতে উৎসাহী হব।
রোজিনার নতুন সিনেমার নাম ‘ফিরে দেখা’। প্রায় দেড় বছর আগে সিনেমাটির কাজ শুরু হয়েছে। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, নিরব ও স্পর্শিয়াসহ অনেকেই।