অটোরিকশা উপহার পেয়ে মুখে হাসি সেই ইয়াছিনের
পরিবারের হাল ধরতে ১৩ বছরের ইয়াছিন অটোরিকশার প্যাডেলে পা রেখেছে দেড়মাস আগে। কিন্তু কৌশলে তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।
অটোরিকশা উপহার পেয়েছে লক্ষ্মীপুরের সেই ইয়াছিন। ঢাকার বেসরকারি সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি (পিফরএইচ) উদ্যোগে তাকে নতুন রিকশা কিনে দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিকশাটি হস্তান্তর করা হয়।
এর আগে ৬ ফেব্রুয়ারি একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর দেশ-বিদেশ থেকে অনেকেই ফোন করে ইয়াসিনের খোঁজ-খবর নেন।
রিকশা হস্তান্তরের সময় লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহের আলী ও ইয়াসিনের মা পেন্সি আক্তার, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন ও জুনাইদ আল হাবিব উপস্থিত ছিলেন।