এফডিসিতে বাজার বসেছে: সোহেল রানা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত আর কেউ ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। একইসঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
তাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দেশের সবার আগ্রহের যেন শেষ নেই। এ নিয়ে কথা বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। পিছিয়ে নেই বর্ষীয়ান অভিনেতারাও। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা।
জায়েদ-নিপুণ দ্বন্দ্ব, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে তাদের আদালতের শরণাপন্ন হওয়ার বিষয়ে জানতে চাইলে সোহেল রানা বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে দু’টি কারণে আমি মন্তব্য করতে পারব না। একটা হচ্ছে, তখন আমি আইসিউতে ছিলাম। কোনো জিনিস না জেনে বা না শুনে বলাটা ঠিক হবে না।
ড্যাশিং হিরো বলেন, তবে ফেসবুকে ছবি-টবি দেখে একটা জিনিস আমার খটকা লেগেছে। এফডিসিতে প্রচুর মানুষ! তাদের অনেককেই আমি চিনতে পারছি না। মনে হচ্ছে, কারওয়ান বাজার এখন এফডিসিতে বসেছে।
বহিরাগতদের বিষয়ে এখনই সচেতন হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সোহেল রানা। তিনি বলেন, চলমান বিষয়ে যতটুকু টেলিভিশন ও ফেসবুকে দেখছি তাতে মনে হলো নট ফেয়ার। এ বিষয়ে সিনিয়রদের ভূমিকা রাখা উচিত। আমার কাছে মনে হচ্ছে আলমগীর একা পেরে উঠছে না।