ভারত ভ্রমণে বাংলাদেশিদের কোয়ারেন্টিন লাগবে না
ভারতে করোনার সংক্রমণ ক্রমশ কমতে থাকায় আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। যা ভারত ভ্রমণে ইচ্ছুক বাংলাদশিদের জন্যও প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেওয়া নতুন নির্দেশনায় ‘ঝুঁকিপূর্ণ’দেশের তালিকা বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া বাদ দেওয়া বিদেশি যাত্রীদের সাত দিনের কোয়ারেন্টিনে থাকার নিয়মও।
এখন থেকে ১৪ দিন নিজে থেকে সতর্ক থাকার সুপারিশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে কারও উপসর্গ দেখা দিলে তাকে করোনা পরীক্ষা করতে হবে এবং কোয়ারেন্টিনে থাকতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন এই নির্দেশনা আগামী সোমবার (১৪ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
নির্দেশনা অনুযায়ী, সব বিদেশি যাত্রীদের অনলাইন ফর্ম পূরণ করতে হবে, যা এয়ার সুবিধা ওয়েব পোর্টালে পাওয়া যাবে। এতে সর্বশেষ ১৪ দিনের ভ্রমণের তথ্যসহ নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য উল্লেখ করতে হবে। এ ছাড়া তাদেরকে ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ হওয়ার সনদপত্র সংযুক্ত করতে হবে। বিকল্প হিসেবে তারা দুই ডোজ করোনা টিকা নেওয়ার সনদপত্রও আপলোড করতে পারবেন।
তবে এই সুবিধা ৭২টি দেশের যাত্রীরা পাবেন, যাদের টিকাদান কর্মসূচিতে ভারত সরকারের স্বীকৃতি রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, বাহরাইম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কিছু ইউরোপের দেশ।
সূত্র: এনডিটিভি